তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৮টায় শেলাচাপরী গ্রামের মসজিদে ঈদের প্রথম জামাতের ইমামমতি করার সময় মাওলানা আইয়ুব আলী (৬৭) নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা।
তিনি জানান, মাওলানা আইয়ুব আলী উপজেলার একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তবে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানান ইউএনও।
শাহ মো. শামসুজ্জোহা বলেন, “তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কোনো উপসর্গ তার মধ্যে ছিল না। বাদ জোহর শেলাচাপরী পূর্বপাড় কান্দাপাড়া গ্রামে ইমাম আইয়ুব আলীর প্রথম যানাজা অনুষ্ঠিত হয়। পরে পাবনা জেলার সাথিয়ার চিনানারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।”
মতামত দিন