‘ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। ডুবুরিরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন’
নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুই নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার হারাকান্দিতে এই নৌকাডুবির ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ দুই জন হচ্ছেন- মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়েনের মহব্বত নগর গ্রামের সুশীল দাস (৫২) ও একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।
আরও পড়ুন - যমুনায় নৌকাডুবিতে তিনজনের মৃত্যু, নিখোঁজ ৩০
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে সাতজন মোহনগঞ্জের গাগলাজুর থেকে লেপসিয়া আসছিলেন। পথে হারাবকান্দি পৌঁছালে নৌকাটি পানির তোড়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় লেপসিয়া তদন্তকেন্দ্রের পুলিশ চেষ্টা করছে।
ওসি বলেন, “ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। ডুবুরিরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।”
মতামত দিন