এ নিয়ে জেলাটিতে মোট ৫৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলাটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হলো।জেলাটির সদরে ৪১ জন, বেগমগঞ্জ ৩৪ জন, সেনবাগ ৭ জন, সোনাইমুড়ি ৮ জন ও চাটখিল ৬ জনসহ ১ দিনে রেকর্ড ৯৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি জেলার মধ্যে ১ দিনে সর্বোচ্চ। ফলে এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৫ জনে।
শনিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। তিনি বলেন, “নতুন করে ৯৬ জনের সংক্রমণের মধ্যে দিয়ে জেলায় মোট ৫৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এরমধ্যে বেগমগঞ্জে ২৬০, কবিরহাটে ৬২, সদরে ১২১, চাটখিলে ৩৭, সোনাইমুড়ীতে ৩৬, সেনবাগে ২৮, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬ জন রয়েছেন।”
এর মধ্যে, বেগমগঞ্জে ৭ জন, সদরে ৬, চাটখিল ১২, সোনাইমুড়ি ৬ জন, হাতিয়ায় ৪ জন, কবিরহাট ১ জন ও কোম্পানীগঞ্জ ৫ জনসহ মোট ৪১ জন আইসোলেশন থেকে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। এছাড়া সোনাইমুড়িতে ২ জন, বেগমগঞ্জে ৬ জন, সেনবাগে ১ জন ও সুবর্ণচর ১ জনসহ মোট ১০ জন মারা গেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, উপজেলায় ৪১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া, তাদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
মতামত দিন