ভুক্তভোগীর পরিবার এ নিয়ে অভিযোগ করলে উল্টে তাদেরই ভয়ভীতি দেখান শিক্ষক নুরুজ্জামান
সিরাজগঞ্জের এনায়েতপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের দায়ে মো. নুরুজ্জামান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মাঝগ্রাম এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ।
তিনি জানান, প্রায় ৬ মাস আগে স্কুল ছুটির পর ওই শিক্ষক শিশুটিকে নানা কায়দায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। কিছুদিন পর ভুক্তভোগী শিশুটি সন্তানসম্ভবা বলে জানা যায়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এ বিষয়ে জানালে উল্টে তাদেরই ভয়ভীতি দেখান শিক্ষক নুরুজ্জামান।
এক পর্যায়ে শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা নিজে বাদী হয়ে এনায়েতপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পরে ওই শিক্ষককে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
ওসি মোল্লা মাসুদ পারভেজ ঢাকা ট্রিবিউনকে বলেন, “বর্তমানে শিশুটি পাঁচ মাসের সন্তানসম্ভবা। ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার ভুক্তভোগী শিশুকে সিভিল সার্জন অফিসে পাঠানো হবে।”
মতামত দিন