এ নিয়ে দেশে প্রায় ৪০ জন চিকিৎসকের মৃত্যু হলো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই চিকিৎসক। এ নিয়ে দেশে প্রায় ৪০ জন চিকিৎসকের মৃত্যু হলো।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক মো. শেখ শহীদুল্লাত স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তাটিতে বলা হয়েছে, বুধবার সকালে কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডা. আশরাফুজ্জামানের (৬১)। তিনি ২০১৭ সালে মুগদা জেনারেল হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান পদ থেকে অবসরে যান। এরআগে, তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজ্রিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
একইদিন সকালে দিনাজপুরের মো. শাহ আব্দুল আহাদ (৬৭) মারা যান। তিনি তিনাজপুরের মো. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটি থেকে অবসরে যান তিনি। এছাড়া বিএমএ’র দিনাজপুর শাখা প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রসঙ্গত, বিএমএ’র দেওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত প্রায় ৩,২৬৭ জন স্বাস্থ্য কর্মকর্তা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ১,০৩১ জন চিকিৎসক, ৮৮৪ জন নার্স ও ১,৩৫২ জন হাসপাতাল স্টাফ রয়েছেন।
মতামত দিন