বুধবার (১৭ জুন) দিবাগত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ডিউটি অফিসার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেন
প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দিবাগত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ডিউটি অফিসার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষককে গ্রেফতার করা হয়।
এএসআই আসাদুজ্জামান জানান, মোঃ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তির মন্তব্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার (১৭ জুন) রাতে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত সাড়ে নয়টার দিকে নগরীর সাগর পাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস সাহা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর থেকে কাজী জাহিদুর তার ফেসবুক নাসিমকে ইঙ্গিত করে কয়েকটি স্ট্যাটাস দেন। ওই পোস্টগুলো প্রথমে সেভাবে গুরুত্ব না পেলেও মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর বেরোবি’র এক শিক্ষককে একই ধরনের অভিযোগে গ্রেফতারের পর কাজী জাহিদুর রহমানের স্ট্যাটাসগুলো সামনে আসে।
পরবর্তীতে তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা। বহিষ্কার করা হয় দলীয় পদ থেকেও। উল্লেখ্য, কাজী জাহিদ নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
এব্যাপারে উপাচার্যের মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতামত দিন