এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ জনে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়ালো। বুধবার (১৭ জুন) রাতে রফিকুল হায়দার (৫২) নামে ওই চিকিৎসকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি অফিসার ডা. ওয়াহিদ সাদিক।
তিনি জানান, ডা. রফিকুল কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরে করোনাভাইরাস টেস্টে তার পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুলকে মৃত ঘোষণা করেন।
মৃতের আত্মীয় ডা. ওহিদুজ্জামান জানান, ডা. রফিকুল অন্ত্রের সমস্যা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
ঢাকা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন জানান, ডা. রফিকুল সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন।
এর আগে গত ১২ জুন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়।
মতামত দিন