শনিবার (২০ জুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (২০ জুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর রহমান পাটোয়ারী।
ডা. মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।তাদের দুই ছেলে রয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তিনি বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মতামত দিন