শনিবার রাত ৯.৫০ মিনিটে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়
রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে মা ও স্ত্রী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
এর আগে রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীর গ্রামের বাড়ি সোনতলায় তার মরদেহবাহী গাড়ি পৌঁছায়। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে রাত ৯.৫০ মিনিটে তাকে দাফন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামসহ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও উপজেলা প্রশাসন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া উদীচীসহ জেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বরেণ্য এই ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, শনিবার (২০ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভাষা সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
মতামত দিন