আগামী ৫ জুলাইয়ের মধ্যে ওই ছাত্রের ডোপ টেস্টের রিপোর্ট দাখিল করার জন্য যশোরের সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
জেলা সিভিল সার্জনকে “পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন” বলে অভিযোগ করা যশোরের কলেজছাত্র ইমরান হোসেনের ডোপ টেস্টের রিপোর্ট আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২৮ জুন) বিচারপতি জে বি এম হাসান ভার্চুয়াল আদালতে ওই কলেজছাত্রের ডোপ টেস্টের রিপোর্টসহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য প্রতিবেদন জমা দেওয়া হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার। এ সময় দাখিল করা স্বাস্থ্য প্রতিবেদন থেকে তথ্য-উপাত্ত তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৌমেন্দ্র নাথ বিশ্বাস।
এর আগে গত ৮ জুন “পুলিশের বিরুদ্ধে ‘কলেজছাত্রকে পিটিয়ে কিডনি নষ্ট করে’ দেওয়ার অভিযোগ” শিরোনামে ঢাকা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন নির্যাতনের অভিযোগে বিচারিক তদন্ত চেয়ে ও ভুক্তভোগীকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার।
রিট আবেদনের শুনানি শেষে গত ২৩ জুন যশোরের সিভিল সার্জনকে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য প্রতিবেদন ২৮ জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট।
মতামত দিন