ময়ূর-২ নামের লঞ্চটির মালিককেও মামলার আসামি করা হয়েছে
বুড়িগঙ্গায় মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) ভোরে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন নদী পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার (এএসপি, ঢাকা জোন) আবুল কালাম আজাদ।
তিনি জানান, ময়ূর-২ লঞ্চের মালিককেও মামলার আসামি করা হয়েছে। খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া জানান, নদী পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ২৮০, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও নাসির মৃধা।
এর আগে সোমবার সকালে ফরাশগঞ্জ ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চকে ধাক্কা দেয় ময়ূর-২ নামের একটি লঞ্চ। সংঘর্ষের সাথে সাথেই পানিতে ডুবে যায় মর্নিং বার্ড। মর্মান্তিক এই ঘটনায় ৩২ জন প্রাণ হারান।
ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফেরা কয়েক যাত্রী জানান যে লঞ্চটিতে প্রায় ৭০-৮০ জন মানুষ ছিলেন। তবে, যাত্রীর সংখ্যা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। কেউ কেউ বলছেন এখনও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে জানান, “ফুটেজ দেখে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত।”
মতামত দিন