২০০৩ সালে সর্বোচ্চ ৪৬৪ জন মানুষ নৌপথে প্রাণ হারান
গত ২৮ বছরের দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রাকালে দুর্ঘটনার কবলে পড়ে ৩,৬৫৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় ৪৮৯ জন নিখোঁজ হয়েছেন। সরকারি পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
সরকারের তথ্য উপাত্ত অনুযায়ী, ১৯৯১ সাল থেকে মোট ৫৭০টি নৌযান নদীপথে ডুবেছে। এর মধ্যে ২৩৬টি ছিল যাত্রীবাহী নৌযান।
নৌপরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে নৌপথে সর্বোচ্চ সংখ্যক দুর্ঘটনা ঘটে। সে বছর মোট ৪১টি যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান দুর্ঘটনার কবলে পড়ে।
তবে, প্রাণহানির সংখ্যার দিক দিয়ে নৌপথের সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ২০০৩ সালে। সে বছর নৌপথে ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়।
উল্লেখ্য, সোমবার সকালে ফরাশগঞ্জ ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চকে ধাক্কা দেয় ময়ূর-২ নামের একটি লঞ্চ। সংঘর্ষের সাথে সাথেই পানিতে ডুবে যায় মর্নিং বার্ড। এখন পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন