অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুর রহিম (২০)। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে একটি মামলা করেছেন।
ভুক্তভোগির পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই কিশোরীর মা তার বাবার বাসায় যান। এ সুযোগে আব্দুর রহিম ওই কিশোরীর বসত ঘরে ঢুকে খাটের নিচে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে ঘরে ঢুকলে রবিন তার হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। এসময় পাশ্ববর্তী এক নারী ঘর থেকে ধস্তাধস্তি ও চিৎকার শুনে এগিয়ে আসলে আব্দুর রহিম পালিয়ে যান।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা আব্দুর রহিমকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মতামত দিন