বৃহস্পতিবার রাতে দ্রুতগতির রাজশাহী-ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা নসিমনকে চাপা দিলে দুই তেল ব্যবসায়ীসহ তিনযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুরের দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলী শাহার ছেলে মনিরুল ইসলাম (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে নসিমন চালক আশরাফুল ইসলাম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, নিহত দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে এগার ব্যারেল সয়াবিন তেল নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে গুরুদাসপুর যাচ্ছিলেন। নসিমনটি হামকুড়িয়া-মান্নান নগর বাজার অতিক্রম করার পর হঠাৎ বিকল হয়ে যায়। এসময় নসিমনচালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির রাজশাহী-ঢাকাগামী বাস বেপরোয়া যাবার সময় তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। মরদেহ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখে পুলিশ।
এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বেপরোয়া ঘাতক বাসটি বা এর চালক-হেলপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।
মতামত দিন