ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
নেত্রকোণার মদন উপজেলায় স্ত্রীর ছুঁড়ে দেওয়া এসিডে ঝলসে গেছে সুলতান মাহমুদ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার শরীর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকায়।
বুধবার (৮ জুলাই) রাতে মদন পৌর সদরের ভাড়িভাদেরা রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে। এসিডদগ্ধ ওই ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। দীর্ঘদিন ধরে তিনি সোনালী ব্যাংক, মদন শাখায় সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত।
এ ঘটনায় তার স্ত্রী নাসিমা আক্তার (৩৯)-কে বৃহস্পতিবার আটক করে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠিয়েছে মদন থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পারিবারিক কলহে রাগারাগির এক পর্যায়ে নাসিমা তার স্বামীর ওপর এসিড নিক্ষেপ করেন। প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ সুলতান মাহমুদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ চন্দ্র দত্ত ঢাকা ট্রিবিউনকে জানান, ওই নারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না পাওয়ায় আটকের পর বৃহস্পতিবার তাকে ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন