শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী (৩৫) জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাটি ঘটে। গুলিতে আহত হয়েছে তার সাতবছরের শিশু
বান্দরবানের রোয়াংছড়ি সামুক ঝিড়িতে সন্ত্রাসীদের গুলিতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে ওই ঘটনা ঘটে। নিহত শান্তিলতার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়।
একই ঘটনায় আহত হয়েছে ওই নারীর সাতবছরের শিশু। আহত শিশুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ রাখা হয়েছে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা ও গ্রামবাসী জানান, জুম চাষ থেকে ফেরার পথে পাহাড়ের গাছের ফাঁক থেকে গুলি চালায়। এসময় শান্তিলতা ও তার শিশুর গায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই শান্তিলতার মৃত্যু হয়।
সেসময় গুলির শব্দ শুনে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, গুলিতে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশটি রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কোন সন্ত্রাসী গোষ্ঠী, কেনইবা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি ।
উল্লেখ্য, গত ৭ জুলাই বান্দরবানের রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে জনসংহতি সমিতি (জেএসএস)-এমএন লারমার বা সংস্কার দলের ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহত ব্যক্তিদের মধ্যে এমএন লারমা বা সংস্কার দলের তিনজন কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতি ছিলেন। তবে এঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মতামত দিন