সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি মরদেহটি উদ্ধার করে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদের পেছনে ঝর্ণা থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, নিহত ছাত্রের নাম মোহাম্মদ মুন্না (২৩)। সে চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করে চবি'র সিকিউরিটি চিফ মো. আব্দুর রাজ্জাক জানান, ঝর্ণায় এক তরুণ ঘুমিয়ে আছে বলে তাদেরকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই কলেজছাত্রের মৃত্যুর কারণ জানা যায়নি।
মতামত দিন