শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুলতানা লতিফা জামান আইরিন (৩৫) নামে এক গাইনোকোলোজিস্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে তিনি মারা যান বলে জানা গেছে। ডা. সুলতানা লতিফা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগের রেজিস্ট্রার ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডা. মইজুল আকবর চৌধুরীর স্ত্রী ছিলেন তিনি।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সুলতানা লতিফার কর্মস্থল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফাহিম রেজা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ডা. সুলতানা বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়।
বিএমএ'র তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের প্রায় ৩০০ চিকিৎসক। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের।
মতামত দিন