সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি
বহুল আলোচিত রিজেন্ট চেয়ারম্যান মো. সাহেদ বোরকা পরিহিত অবস্থায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পাড়ি দেওয়া চেষ্টা করছিলেন তিনি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, “দাঁড়ি-গোফ কেটে ফেলে, চুলের রং পাল্টিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাহেদ।” সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন খবরে র্যাবের বিশেষ একটি দল তার ওপর নজরদারি করছিলো বলেও জানান তিনি। পরে তাকে গ্রেফতারের পর একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে সাহেদকে সাহায্যকারী নৌকার মাঝি ও দালাল পালিয়ে গেছে বলেও জানান তিনি।
মতামত দিন