'এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না'
দেশের বন্যায় সারাদেশের প্রায় সাড়ে ২২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এছাড়া চলমান বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডা. এনামুর রহমান বলেন, “এ পর্যন্ত দেশের ১৮টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার মোট ৯২টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। বন্যাকবলিত ইউনিয়নের সংখ্যা ৫৩৫টি।”
“বন্যায় দেশে এখন পর্যন্ত আটজন মারা গেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ২২ লাখ ৪৬ হাজার জন,” যোগ করেন তিনি।
মারা যাওয়া আটজনের মধ্যে বলাত জামালপুরে চারজন, সুনামগঞ্জ, লালমনিরহাট, সিলেট ও টাঙ্গাইলে একজন করে রয়েছেন বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, “এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। কারণ নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আর যেসব নদীর পানি বাড়ছে সেটি ৪৮ ঘণ্টার মধ্যে কমতে শুরু করবে।”
মতামত দিন