প্রধানমন্ত্রী নিজেই দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব
চলতি বছরের বন্যা আরও দীর্ঘায়িত হতে পারে উল্লেখ করে বন্যায় ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহায়তা করার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ জুলাই) মন্ত্রিপরিষদের সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, “এবারের বন্যা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। জনগণের যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে তাদের সহায়তা করার জন্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “কোভিড-১৯ মহামারির সময়ে এমন বন্যার বিষয়ে (প্রশাসনকে) সজাগ থাকতে হবে।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের প্রশাসনকে সব ধরনের ত্রাণসামগ্রী সরবরাহ করা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। যাতে যেখানে আশ্রয়কেন্দ্রের অভাব রয়েছে সেখানে স্কুল, কলেজ ও মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্থরা আশ্রয় নিতে পারেন।
তিনি বলেন, “বন্যার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগসমূহের অধীনে থাকা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, মাদরাসা শিক্ষা, পরিবারকল্যাণ ও কৃষিকাজে কর্মরত মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের অবশ্যই তাদের কর্মক্ষেত্রে থাকতে হবে।”
পাশাপাশি, প্রধানমন্ত্রী নিজেই দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মতামত দিন