বুধবার (২৯ জুলাই) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভারসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৩৫) ও সাইমুদ্দিন (৬০) তাদের দুজনের বাড়ি বগুড়ায় বলে জানিয়েছে পুলিশ। অপর আহতের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি বলে পুলিশ জানায়।
রংপুর বড়দগরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) আফজাল হোসেন জানান, বুধবার সকাল ৯ টার দিকে রংপুর একটি মালবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো এসময় বিপরীত দিকে থেকে অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
মতামত দিন