এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭৬ জন
গোপালগঞ্জে করোনাভাইরাস আক্রান্তের ১৫শ’ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গোপালগঞ্জে মোট আক্রান্তরে সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৪ জনে।
বুধবার (২৯ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২৭ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৮ জন। মুকসুদপুরে আত্নহত্যা করেছে ১ করোনা রোগী।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ১৮ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৭২৮৪ টি নমূনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৫১৮ জন, টুঙ্গিপাড়ায় ২৪৯ জন, কোটালীপাড়া উপজেলায় ২৪৬ জন, কাশিয়ানীতে ২৫৮ জন ও মুকসুদপুরে ২৬৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১১৭ জন।
মতামত দিন