বুধবার রাতে অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটার ও নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে
রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বুধবার (২৯ জুলাই) রাতে অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটার ও নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের একটি দফতরে হামলার দায় স্বীকার করেছে আইএস।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম আইএসের দাবিকে অস্বীকার করে বলেন, “প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি জঙ্গি আক্রমণ বলে মনে হয়নি। এটি স্থানীয় অপরাধীদের কাজ। তবুও আমরা সাইট ইন্টিলিজেন্স'এর দাবি তদন্ত করে দেখবো”
এর আগে বুধবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন।
আরও পড়ুন - পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫
এ ঘটনায় আহত হয়েছেন, পরিদর্শক ইমরান, উপপরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অঙ্কুশ, পিএসআই রুমি। এছাড়া রিয়াজ নামে অপর এক ব্যক্তিও এসময় আহত হন। আহতদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পিএসআই রুমি ও রিয়াজ বর্তমানে হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। চোখে আঘাত পাওয়ায় পিএসআই অঙ্কুশকে বর্তমানে আই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিদর্শক ইমরান ও এসআই সজীবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “পল্লবীর কালশী এলাকায় তদন্ত চালানোর সময় পুলিশের একটি দল থানা কম্পাউন্ডের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা দেখতে পায়। বোমাটি নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাবশত এটি বিস্ফোরিত হয়।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল দুটি পিস্তল এবং ওজন মাপা মেশিনের মতো বস্তুসহ তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।সকাল ৭টার দিকে পল্লবী থানায় ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র বিস্ফোরিত হয়।
মতামত দিন