ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি পাসপোর্টের ফটোকপি, তিনটি বুলেটের খোসা এবং ১ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মহসিন ওরফে কিলার মহসিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মহসিন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর অন্যতম সদস্য এবং পেশাদার খুনি ছিল বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহসিন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। হত্যাসহ তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা ছিল।
র্যাব-৪ এর কমান্ডি অফিসার মোজাম্মেল হক বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের ধরতে রাত আড়াইটার দিকে সেখানে যায় র্যাব। টের পেয়ে সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই।”
তিনি জানান, গোলাগুলির মাঝে পড়ে গুরুতর আহত হয় মহসিন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি পাসপোর্টের ফটোকপি, তিনটি বুলেটের খোসা এবং ১ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
মতামত দিন