শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে অনলাইনে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে অনলাইনে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় (খাইয়াবি)।
গত ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজেদের তোলা আলোকচিত্র জমা দেন। এতে মোট ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জুরি বোর্ডের যাচাই-বাছাই শেষে তিনজনকে সেরা নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মুসফিকুর রহমান আকিব, দ্বিতীয় আবিদা কনা ও তৃতীয় স্থান অধিকার করেন আল মনসুর।
একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ২৯ জুলাই। এতে প্রথম স্থান অধিকার করেন ইব্রাহিম হোসেন, দ্বিতীয় খাজা তাজবীর ও তৃতীয় স্থান অধিকার করেন কাজী ইসতিয়াক বারি।
৩০ জুলাই সন্ধ্যায় এক ওয়েবিনার এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন রেজা। তিনি বলেন "এরূপ মননশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সুপক্বতা তৈরীতে ও সঠিক সৌন্দর্যবোধ জাগাতে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন,"অনলাইন ভিত্তিক ইভেন্টগুলো শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক প্ল্যাটফরমগুলো ব্যাবহারের সাথে সুপরিচিত করতে সহায়ক হবে। এতে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাক্রমে আরো বেশি উপকৃত ও উৎসাহী হবে। যা ডিজিটাল দেশ গঠনের জন্য অতীব জরুরি।"
ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে বিভাগের প্রধান ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ বলেন, শ্রেনীশিক্ষার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানপিপাসু, দক্ষ ও ভার্চুয়াল জগতের সাথে পরিচিত হতে সাহায্য করবে।" তিনি আরও বলেন," কোভিড-১৯ এর মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের অনলাইন প্রতিযোগীতা জরুরী।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডীন, প্রফেসর ডা. আব্দুল্লাহ্ আকতার আহমেদ, ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক আবুয়াল ইসলামসহ, অন্যান্য বিভাগীয় প্রধানগণ।
মতামত দিন