শনিবার সন্ধ্যায় তাদের পূর্বের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিযুক্ত করা হয়
কক্সবাজারের টেকনাফে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহত হওয়ার ঘটনায় বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জসহ সেখানে কর্মরত মোট ২১ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাদের আগের দায়িত্ব থেকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে নিযুক্ত করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলিকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কক্সবাজার জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন উপযুক্ত প্রতিনিধি।
এসপি এ বি এম মাসুদ হোসেন বলেন, “অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা নিহতের ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যদের ইতোমধ্যে কক্সবাজার পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। এছাড়া বাহারছড়া তদন্তকেন্দ্রে নতুন করে আরো ২০ পুলিশ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।”
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্ম্ররক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।
মতামত দিন