স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ওই চিকিৎসক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ
ঢাকার সাভারে স্যামুয়েল ফলিয়া (৩০) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনাম মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালের ক্যান্সার বিভাগের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মিসনপাড়া গ্রামে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পৌর এলাকার দড়িয়ারপুর মহল্লার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।
পুলিশ জানায়, সকালে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ডা. স্যামুয়েলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ওই চিকিৎসক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান ওসি।
মতামত দিন