প্রায় একমাস ধরে তিনি আইসিইউতে ছিলেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক শফিউল আলম তরফদার (৫৪)। বন্দর নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শফিউলের মৃত্যু হয়। তার বাবাও গণিতের বিখ্যাত অধ্যাপক ছিলেন।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক শফিউল বন্দর নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম ঢাকা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই শিক্ষক মারা যান। গত প্রায় একমাস ধরে তিনি আইসিইউতে ছিলেন।
মতামত দিন