বর্তমানে বাংলাদেশি তরুণ সিয়ামের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছে চিকিৎসকরা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশি তরুণ তানজিম সিয়ামকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে স্টিফন স্যামুয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) তাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যার উদ্দেশে হামলার অভিযোগ আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বোস্টন ভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউসিভিবি.কম।
বর্তমানে স্যামুয়েলকে প্লাইমাউথ কাউন্টি হাউজের সংশোধনাগারে রাখা হয়েছে জানিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৭ আগস্ট বোস্টন পুলিশ হোমিসাইড ইউনিট, ব্রকটন পুলিশ বিভাগের ফরেনসিক ইউনিট, এফবিআইয়ের বোস্টন শাখার সমন্বিত তদন্তে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ১৪ জুলাই রাত ৯টার দিকে বোস্টনের কাছে রক্সবুরিতে বাংলাদেশি মালিকানাধীন এক ব্যক্তির দোকানে ঢুকে সিয়ামের মাথায় অস্ত্র ঠেকিয়ে মালপত্র ও অর্থ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর বের হয়ে যাওয়ার সময় সিয়ামের মাথায় গুলি করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, এ বছরই পড়াশোনার উদ্দেশে যুক্তরাষ্ট্রের বোস্টনে পাড়ি জমান সিয়াম। পড়াশোনা শুরু আগেই তিনি দোকানটিতে কাজ শুরু করেন। বর্তমানে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। এদিকে গত ৩ আগস্ট আহত সিয়ামকে দেখতে বোস্টনে যায় তার পরিবারের সদস্যরা।
মতামত দিন