ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার ওসি
টাঙ্গাইলে শহরের কোদালিয়ায় এলাকায় মারুফ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার টেইলার্স ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে এবং এলেঙ্গা সরকারি শামছুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অন্যদিনের মত বৃহস্পতিবার রাতে মারুফ তার নিজের ঘরে ঘুমাতে যায়। রাতের কোন একসময় পাশের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার পরিবারের লোকজন মারুফকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ বাসায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এ বিষয়ে বলেন, “মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।"
পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
মতামত দিন