এ ঘটনায় র্যাব বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে
রংপুরের বীরগঞ্জ থেকে অতিমূল্যভবান কষতি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার (১৫ আগস্ট) ভোরে র্যাব-১৩’র একটি দল মাকরাই এলাকা থেকে তাদের গ্রেফতার করে বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন- কাহারোল থানাধীন তহুন্ডা গ্রামের লিটন চন্দ্র রায় ও বীরগঞ্জ থানাধীন সুজালপুর গ্রামের লিমন রাজা।
র্যাব জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা মূর্তি চুরির বিষয়টি স্বীকার করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে র্যাব জানিয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পাঁচ থেকে ছয় মাস আগে তারা পাচারের উদ্দেশে মূর্তিটি সংগ্রহ করে। এরপর থেকেই মোটা টাকার বিনিময়ে মূর্তিটি বিদেশে পাচার করার চেষ্টা করে আসছিল তারা।
র্যাব-১৩’র লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। তাদের থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।”
মতামত দিন