এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি ফেরার পথে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফতুল্লার পাগলা ও আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
গ্রেফতার পাঁচ ব্যক্তি হলো – ফতুল্লার আলীগঞ্জ এলাকার আল আমিন (২১), মো. হিমেল (২০), আলীগঞ্জের রেললাইন এলাকার মোস্তাক (২২), একই এলাকার মাসুম (২০) ও সোনারগাঁয়ের মুসার চর ভূইয়াপাড়া এলাকার রবিন (২১)। এ ঘটনায় এখনও ইমন ও রাজা নামে আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে ওভারটাইম শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী ও আরেক তরুণী। পথিমধ্যে খেয়াঘাট এলাকায় পৌঁছালে অভিযুক্তরা পথরোধ করে। পরে তাদের বহনকারী যানবাহনের চালককে ভয় দেখিয়ে জোরপূর্বক ওই দুই নারীকে নির্জন বালুরমাঠ এলাকায় নেয় তারা। এ সময় সেখান থেকে এক তরুণীকে কৌশলে বাঁচিয়ে আনেন ওই চালক। তবে, অপরজনকে রক্ষা করতে পারেননি তিনি। পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে গণধর্ষণ করে।
পরে সেখান থেকে উদ্ধার পেয়ে ভুক্তভোগী নারী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে ওই রাতেই তারা ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
ওসি আসলাম হোসেন বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি দুই পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।”
মতামত দিন