মায়ের ওপর অভিমান করে ওই শিশু আত্মহত্যা করে
চাঁদপুরের কচুয়া উপজেলায় মামার বাড়িতে যাওয়ার অনুমতি না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। নিশু আক্তার (১২) নামের ওই শিশু উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামাল হোসেনের মেয়ে ও রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইব্রাহীম খলিল। তিনি জানান, শুক্রবার বিকালে নিশু মামার বাড়ি যাওয়ার বায়না ধরে। কিন্তু মা অনুমতি না দিলে সে অভিমান করে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রায় এক ঘণ্টা পর নিশুর মা ঘরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মতামত দিন