করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে
চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান পরীক্ষা বন্ধের ঘোষণার পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড পেজে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার পিইসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন- এ বছর হচ্ছে না পিএসসি পরীক্ষা
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই কারণে স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষাও।
মতামত দিন