গত চারদিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন। এই সময়ের মধ্যে অন্য কোনো খাবার খাননি
অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। সেরগে স্মোলনিকভ (৪৩) নামে ওই রুশ নাগরিক পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করতেন। অতিরিক্ত মদ্যপানে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টার দিকে তাকে ঈশ্বরদী থেকে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এখানে একজন রাশিয়ান চিকিৎসকও ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, “তার সঙ্গে যারা এসেছেন তারা আমাদের জানিয়েছেন, গত চারদিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো খাবার খাননি। তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ তার নিজ দেশে পাঠানো হবে।”
মতামত দিন