সোমবার দুপুরে বাবার সঙ্গে মেয়ের বিতণ্ডা হয়
নাটোরের সিংড়া উপজেলায় আপন মেয়ের মারধরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার (৬৫) ওই গ্রামের বাসিন্দা ও হাতিয়ান্দহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তার মেয়ে মীরাকে আটক করেছে পুলিশ।
হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম এবং প্রতিবেশী শফিকুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মীরা দুই কন্যাসন্তানের জননী। তার স্বামী পল্লী বিদ্যুতে চাকরি করতো। কিন্তু দাম্পত্য কলহের কারণে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই মেয়েকে নিয়ে মীরা বাবা আব্দুস সাত্তারের বাড়ি থাকতো। সোমবার দুপুরে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবার চড়-থাপ্পড়ে ক্ষিপ্ত হয়ে সে আব্দুস সাত্তারকে নারকেল গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার শেষে মীরাকে আটক করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত দিন