১৯৭১ সালের ৩ ডিসেম্বর তিনি অরলি বিমানবন্দর থেকে চড়ে বসেন তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এর ৭২০বি ফ্লাইটে
৩ ডিসেম্বর, ১৯৭১। স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের পাশে পিস্তল নিয়ে বিমান ছিনতাই করলেন ২৮ বছর বয়সী ফরাসি তরুণ জিঁ ক্যা।
বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে নিয়েই সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্রকার আরেফিন খান। উল্লেখ্য, “গণ্ডি” ও “ভুবন মাঝি” সিনেমা দু'টিরও পরিচালক ছিলেন তিনি।
১৯৭১ এর আগে জিঁ ক্যা ছিলেন বিয়াফ্রা ও ইয়েমেন যুদ্ধে নিয়োজিত সৈনিক। তাই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ভালোই ধারণা ছিল তার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের দুর্দশা তার মর্মে আঘাত করে।
শরণার্থী শিবিরে ওষুধ ও খাবারের অভাব, ক্ষুধার জ্বালায় মৃত্যুকে আলিঙ্গন করা শিশুদের দুরাবস্থার চিত্র সহ্য করতে পারেননি সাবেক এই সেনা সদস্য। সেই থেকে তিনি সিদ্ধান্ত নেন সারাজীবন মানুষের জন্য কাজ করার। শুরুটা করেন যুদ্ধরত বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার মাধ্যমে।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর তিনি অরলি বিমানবন্দর থেকে চড়ে বসেন তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এর ৭২০বি ফ্লাইটে। সঙ্গে ছিল একটি পিস্তল ও তারভর্তি একটি ছোট বক্স। অস্ত্রের মুখে ৬ ঘণ্টা যাত্রীদের জিম্মি করে বাংলাদেশের মানুষের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী বিনিময় দাবি করেন জিন।
তার এই ঘটনাকে উপজীব্য করে নির্মিতব্য সিনেমাটির নাম দেওয়া হয়েছে “১৯৭১ এবং কে”। ছবিতে দেখানো হবে কীভাবে একজন যাত্রীরও ক্ষতি না করে নিজের দাবির প্রতি অটল ছিলেন। বর্তমানে সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে।
পরে অবশ্য জিঁ ক্যা পুলিশের হাতে ধরা পড়েন। কিন্তু তার দাবি অনুযায়ী ঠিকই ২০ টন জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে যায় বাংলাদেশে।
মতামত দিন