স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মরদেহ নিচে নামায়
যশোরের অভয়নগরে নারকেল গাছের মাথা থেকে রহমত গাজী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গাগেট লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির একটি নারকেল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।
মৃতের স্ত্রী রিজিয়া বেগম জানান, তার স্বামী কৃষিকাজের পাশাপাশি নারকেল পাড়ার কাজ করতেন। বুধবার দুপুরের দিকে তিনি বাড়ির একটি নারকেল গাছে ওঠেন। কিন্তু প্রায় আধাঘণ্টা পরে দেখা যায়, তিনি গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে নিচে নামায়।
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, প্রায় ৬০ ফিট উঁচু নারকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা নার্গিস জানান, নারকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
মতামত দিন