ইউএনওর ওপর হামলার ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান মন্ত্রী
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে টেলিফোনে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন- চিকিৎসক: ইউএনও ওয়াহিদার অবস্থা অস্ত্রোপচারের পর স্থিতিশীল
পাশাপাশি, ইউএনওর ওপর হামলার ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান মন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম (৩৫) ও তার বাবা অমর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত দিন