এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন মোট ৪,৪৪৭ জন
দেশে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১,৯৫০ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন মোট ৪,৪৪৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৩,২৩,৫৬৫ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,৩১৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১২,৮৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬,১৭,৯৫৮টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.১৮%। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০%।
নতুন যে ৩৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩,৪৭৯ জন বা ৭৮.২৩% এবং নারী ৯৬৮ জন বা ২১.৭৭%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭%।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,৬৬১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৭,৮৫২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭.৩৩%।
বিশ্ব পরিস্থিতি
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮,৭৩,০৭০ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২,৬৫,২২,৩৯৩ জন। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০,৯১,৮০১ জন এবং মৃত্যু হয়েছে ১,২৫,৫০২ জনের।
মতামত দিন