মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয়
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
এর আগে তিনি কিডনি জটিলতা, রক্ত শূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে গত ৩ সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেলিম আহমেদ জানান, আজ (মঙ্গলবার) বিকেলে বাদ আছর বাড়ির সামনে অবস্থিত বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা ও পারিবারিক কবরস্থানে বীর মাতাকে সমাহিত করা হবে।
আরও পড়ুন - বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা গুরুতর অসুস্থ, প্রয়োজন উন্নত চিকিৎসা
উল্লেখ্য, ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি উপহার দেওয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই বীরমাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নাতনীদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করছিলেন।
মতামত দিন