তার কাছ থেকে পিবিআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে
পুলিশ কনস্টেবল পরিচয়ে এক কলেজছাত্রীকে (১৮) বিয়ে করতে গিয়ে ধরা পড়েছে মো. রাসেল শেখ (২৩) নামে এক তরুণ। পুলিশ কনস্টেবলের ঠাঁই হলো লালমনিরহাট কারাগারে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের একটি গ্রামে। আর অভিযুক্ত রাসেল শেখের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পূর্বমৌকুড়ি এলাকায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। যার পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে হাতীবান্ধা থানার পুলিশ রাসেলকে লালমনিরহাট আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাসেলের। যার সূত্র ধরে শনিবার সে হাতীবান্ধায় যায়। রবিবার দুপুরে রাসেল তার উপজেলার দক্ষিণ গোড্ডিমারী এলাকার পূর্বপরিচিত সুজন মিয়ার বাড়িতে যায়। এরপর স্থানীয় বিবাহ নিবন্ধক (কাজী) জাহাঙ্গীর আলমকে ডেকে ওই বাড়িতে রাসেলের সঙ্গে মেয়েটির বিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
এরপর মেয়েটির স্বজনরা রাসেল শেখের পুলিশ কনস্টেবল পরিচয় যাচাই করতে গেলে সে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশ কনস্টেবল ভুয়া পরিচয় ব্যবহার করেছে বলে স্বীকার করে।
এই প্রতারণার ঘটনায় দায়ের করা মামলায় রাসেল শেখকে প্রধান আসামি করে জড়িত থাকার অভিযোগে কাজী জাহাঙ্গীর আলম ও সুজন মিয়াসহ আরও ৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ওই কলেজছাত্রী জানান, ‘‘গত ৪ সেপ্টেম্বর হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে এক বড় আপুর মাধ্যমে রাসেল শেখের সাথে পরিচয় হয়। সে নিজেকে পুলিশ কনস্টেবল বলে পরিচয় দেয়। পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে কথা বলতে বলতে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের দিন আমার পরিবারের লোকজন জানতে পারেন সে ভুয়া পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।’’
মেয়েটির বাবা বলেন, ‘‘আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে বিয়ে রেজিস্ট্রি করার ঘটনায় মো. রাসেল শেখসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল আলম বলেন, আসামির কাছ থেকে পিবিআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
মতামত দিন