সকালে মাছ শিকারে জন্য দাদা গফুর মিঞা বাড়ির অদূরে একটি পুকুরের দিকে রওনা হলে শিশু দুটি তার পিছু নেয়
ঠাকুরগাঁও সদর উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নারগুন কিসমত দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু দু’টির পরিবার জানায়, সকালে মাছ শিকারের জন্য দাদা গফুর মিঞা বাড়ির অদূরে একটি পুকুরের দিকে রওয়ানা করলে শিশু দুটি দাদার পিছু নেয়। পরে দাদার অজান্তে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায় শিশু নাহিদ হোসেন (৮) ও আব্দুল্লাহ (৫)। পরে পুকুরে দুই ভাইয়ের মৃতদেহ ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাৎক্ষনিকভাবে উদ্ধার করে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পয়গাম আলী বলেন, “একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
মতামত দিন