পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ
ঢাকা থেকে ছেড়ে বরিশালে যাওয়া পারাবত-১১ নামে লঞ্চের কেবিন থেকে সম্প্রতি উদ্ধার করা হয় এক নারীর মরদেহ। এ ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে মনিরুজ্জামান চৌধুরী (৩৪) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
লঞ্চের সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মনিরুজ্জামানকে সম্মিলিত চেষ্টায় খুঁজে বের করে বরিশাল ও ঢাকার পিবিআই। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বরিশালের পুলিশ সুপার হুমায়ুন কবির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল ফেরদৌস লাবণী নামের ওই নারীকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে মনিরুজ্জামান। তারা পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনের যাত্রী ছিল।
প্রসঙ্গত, ঢাকা থেকে আগেরদিন ছেড়ে গিয়ে সোমবার বরিশালে পৌঁছানো পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনের ভেতর থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে পরদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের কাছে ওই নারীর মরদেহ হস্তান্তর করে পুলিশ।
এই ঘটনায় বরিশাল নৌ-বন্দর সদর থানার উপ-পরিদর্শক অলোক চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেন।
মতামত দিন