আগামী ৭ কার্যদিবসের মধ্যে মেয়রকে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেনের কার্যালয়ে শুনানি শেষে মেয়রকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার নাজিরারটেক থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করেছেন মুজিবুর।
মেয়র কর্তৃক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা নির্ধারণ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন