এনিয়ে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতর সংখ্যা বেড়ে ৩২ জন হলো। আহতদের মধ্যে চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ফলে আগুনের ঘটনায় আব্দুল আজিজ (৪০) নামে আরও এক দগ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল খবরটি নিশ্চিত করেছেন।
এনিয়ে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতর সংখ্যা বেড়ে ৩২ জন হলো। আহতদের মধ্যে চারজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছে।
এর আগে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এশার নামাজ চলাকালীন অবস্থায় মসজিদের ছয়টি এসি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরবর্তীতে, গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
মতামত দিন