অবৈধ অস্ত্র ও জাল টাকার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই দু’টি মামলা দায়ের করা হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) গাড়িচালক আবদুল মালেকের (৬৩) বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তদন্তকারীরা জানিয়েছেন, অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী মালেক।
সোমবার (২১ সেপ্টেম্বর) এলিট পুলিশ ইউনিট ও তুরাগ থানা পুলিশ মালেকের বিরুদ্ধে পৃথক এ দু’টি মামলা দায়ের করে। র্যাব-১ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল শফি উল্লাহ বুলবুল ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র ও জাল টাকার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই দু’টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রবিবার ভোরে ঢাকার কামারপাড়া এলাকা থেকে নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে মালেককে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি ও দেড় লাখ জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্ত শেষ র্যাব জানতে পেরেছে যে মালেক তুরাগ এলাকায় জাল টাকা, অবৈধ অস্ত্রের ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদে মালেক অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে চাঁদাবাজি করার কথা স্বীকার করেছে।
জানা যায়, ১৯৮২ সালে সাভার স্বাস্থ্য প্রকল্পের গাড়িচালক হিসেবে চাকরিতে যোগদান করে অষ্টম শ্রেণি পাস মালেক। ১৯৮৬ সালে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
মতামত দিন