জিজ্ঞাসাবাদের পর মুচেলকা নিয়ে নুরকে ছেড়ে দেওয়া হয়েছে
রাজধানীর মৎস্য ভবন এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে দুই ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়েছিল বলে ঢাকা ট্রিবিউনকে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম।
একই অভিযোগে এ সময় নুরের সঙ্গে আরও ৬ জনকে আটক করা হয়েছিল।
আরও পড়ুন- ডাকসুর সাবেক ভিপি নুর আটক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) জয়েন্ট কমিশনার মাহবুব আলম ঢাকা ট্রিবিউনকে জানান, ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর মুচেলকা নিয়ে নুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইন ভঙ্গের দায়ে আমরা তাকে আটক করেছিলাম। কিন্তু পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় নুরসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মতামত দিন