মঙ্গলবার দুপুর ৩টা থেকে বুধবার দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১২.৫ মিলিমিটার
টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে রংপুরের নগরীর অন্তত ২০টি মহল্লা পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন তারা।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে বুধবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১২.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, কিছু কিছু এলাকার সড়কে ২-৩ ফিট পর্যন্ত পানি উঠেছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।
শহরের নিকটবর্তী ঘাঘট নদী ও শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় তীরবর্তী এলাকার বাড়িগুলোতে পানি ঢুকেছে। মঙ্গলবার বৃষ্টিপাত কমতে শুরু করলে উঁচু এলাকার পানি নামতে শুরু করে। তবে অপেক্ষাকৃত নিচু এলাকার পানি সরে যেতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ৩টা থেকে বুধবার দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১২.৫ মিলিমিটার।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার পর থেকে আবারও মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নগরীর অনেক এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মতামত দিন